‘জানে অন্তর্যামী কে বা আগে পরে, সবাইকে একা করে চলে যাবো অন্ধ ঘরে, এই শহর বাড়ি গাড়ি কিছুই যাবে না’ – গানের কথার মতই কিংবদন্তী সঙ্গীত তারকা আইয়ুব বাচ্চু চলে গেলেন। একদম হঠাৎ করেই চলে গেলেন। সবাইকে একসময় চলে যেতে হয় নিজের সাম্রাজ্য ছেড়ে। ১৮ অক্টোবর ২০১৮ সকালবেলা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। লেখার শুরুতেই তাঁর প্রতি শ্রদ্ধা জানাই…
চলচ্চিত্রে আইয়ুব বাচ্চু অনেক ছবিতেই প্লেব্যাক করেছেন। তাঁর প্রথম প্লেব্যাক গান ছিলো কাজী হায়াৎ পরিচালিত ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘লুটতরাজ’ ছবিতে ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ গানে। নায়ক মান্না’র লিপে ছিলো গানটি। গানটি তুমুল জনপ্রিয় হয়েছিলো। এরপর তিনি আরো গানে কণ্ঠ দিয়েছেন,,,
চলচ্চিত্রে আইয়ুব বাচ্চু’র প্লেব্যাক গান
- আম্মাজান আম্মাজান – আম্মাজান
- আকাশ ছুঁয়েছে মাটিকে – সাগরিকা (সর্বাধিক জনপ্রিয়)
- আমি তো প্রেমে পড়িনি – ব্যাচেলর
- কি দারুণ দেখতে – মগের মুল্লুক
- তোমার আমার প্রেম এক জনমের নয় – আম্মাজান
- অনন্ত প্রেম তুমি দাও আমাকে – লুটতরাজ
- স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রী – আম্মাজান
- যদি থেমে যায় পৃথিবীর সব কোলাহল – মিস ডায়না
- আরো আগে কেন এলে না – লাল বাদশা
- এই জগত সংসারে তুমি – তেজী
- কত পানি দুই নয়নে – তেজী
- মনের ভেতর – লাল বাদশা
- প্রেমেরই পৃথিবীতে এসেছি প্রেম দিতে – আশা আমার আশা
- অভিলাষী আমি – মন ছুঁয়েছে মন
- আমার তুই ছাড়া কে এই জগতে – জবরদখল
- ভালোবেসে কষ্ট বেড়ে গেল আরো – কারিশমা
- আমি দিওয়ানা – কালো চশমা
- একঝাঁক পাখি উড়ে আকাশে – ব্যারিকেড
- কেয়ারফুলি কেয়ারলেস – চোরাবালি
- ভেঙে যাবে হৃদয়ের সাত আসমান – অন্তরে আছো তুমি
- ও যে সর্বনাশী মেয়ে – হৃদয়ে লেখা নাম
- ভালোবাসা অন্ধ এ কথা জানে সবাই – বাবা কেনো চাকর
- অন্তরে অন্তরে আছো তুমি বন্ধুরে – স্পর্ধা
এরমধ্যে “আকাশ ছুঁয়েছে মাটিকে” সহ কয়েকটি গান তুমুল জনপ্রিয় সবসময়ের জন্য। কিছু গান পুরনো হওয়ায় এবং সেভাবে প্রচার না পাওয়ায় বর্তমানে কম জনপ্রিয়..
নায়ক মান্না’র লিপে আইয়ুব বাচ্চুর লিপ ম্যাচিং সবচেয়ে পারফেক্ট হত। তাঁর সাথে কনক চাঁপাকে সবচেয়ে বেশি গাইতে দেখা গেছে প্লেব্যাকে। ‘মগের মুল্লুক’ ছবির ‘কি দারুণ দেখতে’ গানটিতে আইয়ুব বাচ্চুর সাথে কণ্ঠ দিয়েছিলো চিত্রনায়িকা মৌসুমী ! তাঁর তুমুল জনপ্রিয় ‘অভিলাষী মন’ গানটির কিছুটা অংশ ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হয়েছে ‘মন ছুঁয়েছে মন’ ছবিতে শাবনূরের অভিনয়ে…
গান নিয়ে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য দেখে চলচ্চিত্রে আইয়ুব বাচ্চু গান করা ছেড়ে দেন প্রচন্ড ক্ষোভ ও অভিমান নিয়ে। সঙ্গীতের জন্য পুরোটা জীবন তিনি যুদ্ধ করে গেছেন। পার্থ বড়ুয়া সহ অনেক জনপ্রিয় তারকা আইয়ুব বাচ্চুর হাত ধরেই সঙ্গীত জগতে এসেছেন। বাংলাদেশের মিউজিক ইন্ডাষ্ট্রিতে তাঁর অবদান অবিস্মরণীয় !
আইয়ুব বাচ্চুর প্রতি অশেষ শ্রদ্ধা…
আরো পড়ুনঃ