লেবানন : যাকে বলা হত এশিয়ার প্যারিস

এশিয়ার সবচেয়ে স্বল্প পরিচিত বা কম আলোচনায় আসা দেশগুলোর একটি হচ্ছে লেবানন ! দেশটির অবস্থান এশিয়া মহাদেশের পশ্চিম এশিয়ায়। একটা সময় লেবাননকে বলা হত এশিয়ার প্যারিস ! কেনো বলা হত বুঝতে পারছেন? কারণ প্যারিসের মতই সৌন্দর্যের স্বর্গরাজ্য ছিলো লেবানন। যা কিনা পুরো এশিয়াকে আলোকিত করে রাখতে পারত। বিভিন্ন সময় বিভিন্ন কারণে দেশটি আস্তে আস্তে তার গুরুত্ব হারিয়েছে। তবে যুদ্ধবিগ্রহ করে লেবানন কিন্তু অন্য দেশগুলোর মত হারিয়ে যায়নি। নিজের আপন মহিমা ধরে ঠিকই টিকে আছে তার নিজস্ব অবস্থানে…

চলুন লেবানন সম্পর্কে চমৎকার কিছু অজানা তথ্য জেনে নেয়া যাক…

  1. লেবাননে প্রায় ১৮টি ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের বসবাস। বর্তমানে দেশটিতে প্রায় ৬০% মুসলিম ও ৪০% খিষ্ট্রান বসবাস করেন
  2. দেশটির দৈনিক পত্রিকার সংখ্যা ৪০ টি।
  3. তাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় রয়েছে মোট ৪২ টি।
  4. লেবাননে মোট ১০০টি ভিন্ন ভিন্ন ব্যাংক রয়েছে। শুধুমাত্র ব্যাংকের সংখ্যাই যদি ১০০ হয়, তাহলে কতগুলো শাখা/ব্রাঞ্চ রয়েছে বুঝে নিন।
  5. দেশটির ৭০% শিক্ষার্থীরাই প্রাইভেট স্কুল, কলেজে পড়ে।
  6. লেবাননের স্কাই বার পৃথিবীর নাম্বার ১ টপ রেটেড নাইট ক্লাব।
  7. লেবাননে মোট ১৫টি নদী আছে। এবং প্রতিটা নদীই তাদের নিজস্ব পাহাড় থেকে প্রবাহিত হয়।
  8. মুসলিম রাষ্ট্র হিসেবে লেবানন সর্বপ্রথম কোনো প্রাইভেট রেডিও এবং টিভি চ্যানেলকে পারমিট দেয়।
সিডার গাছ

লেবাননের প্রাচীন সিডার গাছ

লেবানন সম্পর্কে আরো কিছু বিস্ময়কর তথ্য

  • লেবানন পৃথিবীর একমাত্র দেশ, যার নাম প্রায় ৪০০০ বছর যাবৎ অপরিবর্তিত রয়েছে।
  • প্রাচীন বাইবেলের প্রথম অংশে (Old Testament) লেবাননের নাম প্রায় ৭০ বার খুঁজে পাওয়া গেছে। এমনকি লেবাননের সিডার গাছ (Cedar Tree) এর কথাও উল্লেখিত হয়েছিলো প্রায় ৭৫ বার।
  • লেবাননের রাজধানী বৈরুত এখন পর্যন্ত প্রায় সাতবার ধ্বংস হয়ে পূনঃনির্মিত হয়েছে।
  • লেবাননে সাড়ে চার মিলিয়ন লেবানিজ লোকেদের বসবাস হলেও প্রায় আঠারো মিলিয়ন লেবানিজ দেশটির বাইরে বসবাস করছেন।
  • লেবানন একমাত্র আরব-এশিয়ান রাষ্ট্র, যেখানে কোনো মরুভূমি নেই।
  • খ্রিষ্টধর্ম মতে, লেবাননেই যিশুখ্রিস্ট তার প্রথম অলৌকিক ক্ষমতা দেখিয়েছিলেন।
  • জনপ্রিয় টম এন্ড জেরি কার্টুনটির নির্মাতা জোসেফ বার্বেরা ও উইলিয়াম হ্যানা মূলত লেবানিজ।
  • ১৯৪৫ সাল থেকে লেবানন দেশটিতে অন্য কোনো দেশের পতাকা উত্তোলন করা অবৈধ। অন্য দেশের পতাকা উত্তোলন করলে দেশটির নাগরিক সহ ভিনদেশী অতিথিদেরকেও শাস্তির আওতায় আনা হবে।
বৈরুত

লেবাননের রাজধানী বৈরুত

অর্থনীতিতে পিছিয়ে থাকা লেবানন বর্তমানে তাদের দেশের অর্থনীতিতে অনেকটা সাফল্য নিয়ে এসেছে পর্যটন খাতকে কাজে লাগিয়ে। এশিয়ার অন্যান্য দেশগুলো নিজেদের অর্থনীতিতে সাফল্য আনতে লেবাননকে আদর্শ মানতে পারে। একই বাক্য আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য