মনোহর আইচ নামটি অনেকের কাছেই হয়ত অজানা। অজানা হওয়ারই কথা ! সেই জোয়ানকালে মিস্টার ইউনিভার্স হওয়া লোককে এখন আর কেইবা মনে রাখবে? ব্রিটিশরা যখন ভারত শাসন করত, তখন তিনি ছিলেন ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা।
মনোহর আইচ জন্ম নেন কুমিল্লায় ! এদেশে জন্ম নিলেও পরে ভারতে স্থায়ী হন। উনার উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি। উচ্চতা শুনে হয়ত অবাক হচ্ছেন। মনে প্রশ্ন জাগছে কিভাবে এত খর্ব দৈর্ঘ্যের লোক মিস্টার ইউনিভার্স হলেন?
হ্যাঁ, উচ্চতা উনার মিস্টার ইউনিভার্স হওয়ার পথে বাঁধা হতে পারেনি। উচ্চতা কম হলেও উনি ছিলেন রেসলিং খেলোয়ারদের মত পেশিবহুল শরীরের অধিকারী। বডি বিল্ডিং এর প্রতি আকর্ষণ থাকায় নিয়মিত জিম করতেন। ফলে একসময় নজরকাড়া পেশিবহুল শরীর লাভ করেন যা মিস্টার ইউনিভার্স এর বিচারকদের মনজয় করে। আর তিনিও পেয়ে যান ১৯৫৩ সালের মিস্টার ইউনিভার্স এর খেতাব। আজ অবধি আর কোনো বাঙালি এই খেতাব লাভ করতে সমর্থ হননি। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেন যে উনার মত হতে হলে কি করতে হবে
তখন তিনি বলেন যে, বেশি বেশি ব্যায়াম করতে হবে আর ডাল দিয়ে ভাত খেতে হবে !