ফুটবল বিশ্বকাপ বা FIFA World Cup, আন্তর্জাতিক ফুটবল সংস্থা কতৃক আয়োজিত সর্বকালের সেরা আসর। ১৯৩০ সালে উরুগুয়েতে বসে এর প্রথম আসর। প্রথম দিকের বিশ্বকাপ প্রতিযোগিতা আয়োজনের মূল সমস্যা ছিলো আন্তমহাদেশীয় যাতায়াত ও যুদ্ধঘটিত সমস্যা। কয়েকটি দক্ষিণ আমেরিকান দল ১৯৩৪ ও ১৯৩৮ সালের বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য ইউরোপে যেতে আগ্রহী থাকলেও কেবল ব্রাজিলই এই দুটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারলে ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিতই হয়নি। ২০১৮ সালে জুন মাসে বসতে যাচ্ছে এর ২১ তম আসর।
উৎসবের এই আমেজকে বরণ করে চলুন জেনে নেয়া যাক বিশ্বকাপে সব আসরের সেরা দেশ সমূহের নাম ও ফাইনালে দর্শক সংখ্যা !
সর্বকালের সেরা ১০ ও ফাইনালে দর্শক সংখ্যা
#১৯৩০ বিশ্বকাপের আসর বসে উরুগুয়েতে
চ্যাম্পিয়ন – উরুগুয়ে
রানার্সআপ – আর্জেন্টিনা
ফাইনালে দর্শক – ৮০,০০০
#১৯৩৪ বিশ্বকাপ ইতালিতে অনুষ্টিত হয়।
চ্যাম্পিয়ন – ইতালি
রানার্সআপ – চেকোস্লোভাকিয়া
ফাইনালে দর্শক – ৫০,০০০
#১৯৩৮ বিশ্বকাপ ফ্রান্সে অনুষ্টিত হয়।
চ্যাম্পিয়ন – ইতালি
রানার্সআপ – হাঙ্গেরি
ফাইনালে দর্শক- ৪৫,০০০
#১৯৫০ বিশ্বকাপের আসর বসে ব্রাজিলে।
চ্যাম্পিয়ন – উরুগুয়ে
রানার্সআপ – ব্রাজিল
ফাইনালে দর্শক – ১৭৪,০০০
#১৯৫৪ বিশ্বকাপের আসর বসে সুইজারল্যান্ডে।
চ্যাম্পিয়ন – জার্মানি
রানার্সআপ- হাঙ্গেরি
ফাইনালে দর্শক – ৬০,০০০
#১৯৫৮ বিশ্বকাপের আসর বসে সুইডেনে।
চ্যাম্পিয়ন – ব্রাজিল
রানার্সআপ – সুইডেন
ফাইনালে দর্শক – ৫১,৮০০
#১৯৬২ বিশ্বকাপের আসর বসে চিলিতে।
চ্যাম্পিয়ন – ব্রাজিল
রানার্সআপ – চেকোস্লোভাকিয়া
ফাইনালে দর্শক – ৬৯,০০০
#১৯৬৬ বিশ্বকাপের আসর বসে ইংল্যান্ডে।
চ্যাম্পিয়ন – ইংল্যান্ড
রানার্সআপ – পশ্চিম জার্মানি
ফাইনালে দর্শক – ৯৩,০০০
#১৯৭০ বিশ্বকাপ অনুষ্টিত হয় মেক্সিকোতে।
চ্যাম্পিয়ন – ব্রাজিল
রানার্সআপ – ইতালি
ফাইনালে দর্শক – ১০৭,৪১২
#১৯৭৪ বিশ্বকাপ অনুষ্টিত হয় জার্মানিতে।
চ্যাম্পিয়ন – জার্মানি
রানার্সআপ – নেদারল্যান্ডস
ফাইনালে দর্শক – ৭৫,২০০
#১৯৭৮ বিশ্বকাপ অনুষ্টিত হয় আর্জেন্টিনায়।
চ্যাম্পিয়ন – আর্জেন্টিনা
রানার্সআপ – নেদারল্যান্ডস
ফাইনালে দর্শক – ৭১,৪৮৩
#১৯৮২ বিশ্বকাপ অনুষ্টিত হয় স্পেনে।
চ্যাম্পিয়ন – ইতালি
রানার্সআপ – জার্মানি
ফাইনালে দর্শক – ৯০,০০০
#১৯৮৬ বিশ্বকাপ অনুষ্টিত হয় মেক্সিকোতে।
চ্যাম্পিয়ন – আর্জেন্টিনা
রানার্সআপ – জার্মানি
ফাইনালে দর্শক – ১১৪,৬০০
#১৯৯০ বিশ্বকাপ অনুষ্টিত হয় ইতালিতে।
চ্যাম্পিয়ন – জার্মানি
রানার্সআপ – আর্জেন্টিনা
ফাইনালে দর্শক – ৭৩,৬০৩
#১৯৯৪ অনুষ্টিত হয় যুক্তরাষ্ট্রে।
চ্যাম্পিয়ন – ব্রাজিল
রানার্সআপ – ইতালি
ফাইনালে দর্শক – ৯৪,১৯৪
#১৯৯৮ বিশ্বকাপ অনুষ্টিত হয় ফ্রান্সে।
চ্যাম্পিয়ন – ফ্রান্স
রানার্সআপ – ব্রাজিল
ফাইনালে দর্শক – ৮০,০০০
#২০০২ বিশ্বকাপ অনুষ্টিত হয় জাপানে।
চ্যাম্পিয়ন – ব্রাজিল
রানার্সআপ – জার্মানি
ফাইনালে দর্শক – ৬৯,০২৯
#২০০৬ বিশ্বকাপ অনুষ্টিত হয় জার্মানীতে।
চ্যাম্পিয়ন – ইতালি
রাসার্সআপ – ফ্রান্স
ফাইনালে দর্শক – ৬৯,০০০
#২০১০ বিশ্বকাপ অনুষ্টত হয় সাউথ আফ্রিকায়।
চ্যাম্পিয়ন – স্পেন
রানার্সআপ – নেদারল্যান্ডস
ফাইনালে দর্শক – ৮৪,৪৯০
#২০১৪ বিশ্বকাপ অনুষ্টিত হয় ব্রাজিলে।
চ্যাম্পিয়ন – জার্মানি
রানার্সআপ – আর্জেন্টিনা
ফাইনালে দর্শক – ৭৪,৭৩৮
উল্লেখযোগ্য আরো কিছু তথ্য
- বিশ্বকাপে মোট হ্যাট্রিক সংখ্যা ৪৯টি !
- ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করেন যুক্তরাষ্ট্রের বার্ট প্যাটেনাট, প্যারাগুয়ের বিপক্ষে !