আর মাত্র কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে “দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ” খ্যাত ফুটবল বিশ্বকাপ ২০১৮ ! বিশ্বকাপের প্রথম খেলা থেকে শুরু করে প্রথম ভিডিও এসিস্ট্যান্ট রেফারি পর্যন্ত সকল রেকর্ডগুলো এক নজরে দেখে নেওয়া যাক :-
প্রথম খেলা : ফ্রান্স ৪-১ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ৩-০ বেলজয়াম (একই সাথে ১৩ই জুলাই,১৯৩০)
প্রথম গোলদাতা : ফ্রান্সের ‘লুসিয়েন লরেন্ট’
প্রথম লাল কার্ড : পেরুর ‘প্লাসিদো গালিন্দো’
প্রথম পেনাল্টি : চিলির ‘কার্লোস ভিদাল’ (মিস করেন)
প্রথম আত্মঘাতী গোল : মেক্সিকোর ‘ম্যানুয়েল রোসাস’
প্রথম হ্যাট্রিক : যুক্ত্ররাষ্ট্রের ‘বার্ট প্যাটেনাউড’ (প্যারাগুয়ের বিপক্ষে)
প্রথম চ্যাম্পিয়ন : উরুগুয়ে
প্রথম রানার্স আপ : আর্জেন্টিনা
প্রথম বাছাই পর্বের ম্যাচ : সুইডেন ৬:২ এস্তোনিয়া (১৯৩৪)
প্রথম আফ্রিকান দল : মিশর (১৯৩৪)
প্রথম এশিয়ান দল : ইন্দোনেশিয়া (১৯৩৮)
প্রথম জার্সি নম্বর ব্যবহার : ফ্রান্স বিশ্বকাপ ১৯৩৮
প্রথম হ্যাট্রিক করা সত্ত্বেও হার : পোলান্ডের ‘আর্নেস্ট উইলিমোস্কি’ (ব্রাজিল ৬-৫ পোলান্ড)
প্রথম গোলশূন্য ড্র : ব্রাজিল বনাম ইংল্যান্ড (সুইডেন ১৯৫৮)
প্রথম সরাসরি টিভিতে সম্প্রচার : সুইডেন ১৯৫৮
প্রথম মাসকট : সিংহের মত বালক ‘উইলি’ (ইংল্যান্ড ১৯৬৬)
প্রথম ফাইনালে হ্যাট্রিক : জিওফ হার্স্ট (ইংল্যান্ড)
প্রথম বদলি খেলোয়াড় হিসেবে গোল : জুয়ান বাসাগুরেন (মেক্সিকো)
প্রথম হলুদ কার্ড : লোভচেভ (সোভিয়েত ইউনিয়ন)
প্রথম লাল কার্ড : কার্লোস কাসেলি (চিলি)
প্রথম কৃষাঙ্গ আফ্রিকান দল : কঙ্গো (১৯৭৪)
প্রথম ওশেনিয়ান দল : অস্ট্রেলিয়া (১৯৭৪)
প্রথম নাম প্রত্যাহারকারী দল : শ্রীলংকা (এন্ট্রি ফি প্রদানে ব্যর্থ হওয়ায়)
প্রথম পেনাল্টি শুট আউট : পশ্চিম জার্মানি বনাম ফ্রান্স (১৯৮২, ফলাফল ৫:৪)
প্রথম বদলি খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক : লাজলো কিস (হাঙ্গেরি)
প্রথম লাল কার্ড প্রাপ্ত কোচ : কায়তানো রে (প্যারাগুয়ে)
প্রথম ইনডোর ম্যাচ : যুক্তরাষ্ট্র বনাম সুইজারল্যান্ড (যুক্তরাষ্ট্র ১৯৯৪)
প্রথম লাল কার্ড প্রাপ্ত গোলরক্ষক : জিয়ানলুকা পাগলিউকা (ইতালি)
প্রথম যৌথ আয়োজক : জাপান ও দক্ষিন কোরিয়া (২০০২)
প্রথম হ্যাট্রিকবিহীন বিশ্বকাপ : জার্মানি ২০০৬
প্রথম গোল-লাইন প্রযুক্তির ব্যবহার : ব্রাজিল ২০১৪
প্রথম ভিডিও এসিস্ট্যান্ট রেফারি ব্যবহার : রাশিয়া ২০১৮
আরো পড়ুনঃ