বাংলা সাহিত্যে ছোটগল্প !
যদিও বাংলা সাহিত্যে ছোটগল্পের ব্যবহার শুরু হয় খুব বেশিদিন হয়নি, তবুও রবীঠাকুর, শ্রীশচন্দ্র দাস, জীবনানন্দ দাস, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, স্বর্ণকুমারী দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কল্যাণে সাহিত্যে ছোট গল্প অন্যতম শক্ত জায়গা করে নিয়েছে।
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এর যুগলাঙ্গুরীয় ও রাধারানী গল্পে সর্বপ্রথম ছোটগল্পের আভাস পাওয়া যায়। যদিও এগুলো উপন্যাসধর্মী। তবে ভূত ও মানুষ, মুক্তা মালা, ডমরুচিত গল্প গ্রন্থের মাধ্যমে ছোটগল্পকে সমৃদ্ধ করেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
যদিও রবিঠাকুরই প্রথম সার্থক ছোটগল্পকার ! বাংলা সাহিত্যের ছোটগল্পের জনকও তিনি। ভিখারিনী (১৮৭৪) তাঁর প্রথম সার্থক ছোট গল্প। তাছাড়া ঘটের কথা, মুকুট, মহামায়া, সমাপ্তি, মাল্যদান, দূরাশানষ্টনীয়, স্ত্রীরপত্র, শেষকথা ইত্যাদি প্রধান। তাছাড়া প্রভাতকুমার মুখোপাধ্যায় এর নবকথা, গল্পবিথী, গহনা বাক্স, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কাশিনাথ, একাদশি বৈরারাগী, মামলার ফল, পরেশ, বিলাশী, অভাগির স্বর্গ, মহেশ ইত্যাদি বিখ্যাত। যদিও তাঁর প্রথম ছোট গল্প “মন্দির”। মানিক বন্দোপাধ্যায়ের মাটির মাসুল, আজকাল, পরশুর গল্প, হলুদ পোড়াও বাংলা সাহিত্যের অন্যতম প্রধান নিদর্শন।
ইংরেজি সাহিত্যে ছোটগল্প !
ইংরেজি সাহিত্যে অনেক আগে থেকেই ছোট গল্পের প্রবেশ। ঊনবিংশ শতাব্দীতে টমাস হার্ডি রুডিয়ার্ড কিপলিং (নোবেলজয়ী) আর্থার কোনান ডয়েল, এইচ জি ওয়েলস মার্ক টোয়েন ছোটগল্পে সোনা ফলিয়েছেন।
ছোটগল্পের জাদুকর অরি বনি আলবেয়র, গী দ্যা মোপাশাঁ (নেকলেস) এর মাধ্যমে এদের পর আসেন। তাছাড়া লিও টলস্তয়, ম্যাক্সিম গোর্কি, আন্তন চেখবরা ছোটগল্পে নেতৃত্ব দিয়েছেন, তাছাড়া গত শতকে গ্রাহাম গ্রীন আর্নেস হেমিংওয়েরাও লিখেছেন। তবে ইংরেজ সাহিত্যে এডগার এলানপোকে ছোটগল্পের জনক বলা হয়। বর্তমানকালে তিনি ছোটগল্পের মাস্টার হিসেবে পরিচিত। কানাডীয় লেখিকা এলিস মুনরো (২০১৩) ছোটগল্পের জন্য নোবেল পেয়েছেন।
আশ্চর্যজনক হলেও সত্যি যে, পৃথিবীর সবচেয়ে ছোটগল্প এক বাক্যে লেখা। আর্নেস হেমিংওয়ের লেখা সেই ছোটগল্পটি হল –
“…for sale, baby shoes, never worn!”
বন্ধুদের সাথে ১০ ডলারে বাজি ধরে তিনি ৬ শব্দে আস্ত এই গল্পটি লিখে ফেলেন ! বলতে পারবেন, এই গল্পের মাধ্যমে লেখক কি বুঝাতে চেয়েছেন? ধারণা করুন তো দেখি…
বিদেশি সাহিত্যের আরো কয়েকটি ছোটগল্প পড়ে নেয়া যাকঃ
- From torched skyscrapers, men grew wings. – Gregory Maguire
- With bloody hands, I say good-bye. – Frank Miller
- It cost too much, staying human. – Bruce Sterling
- My fake plants died because I did not pretend to water them. – Mitch Hedberg
- Man and God met somewhere; Both exclaimed, “My creator!” – Sahil Patel