Karma বা কর্মফল এই শব্দটি আসলে Spiritual Believes এর সাথে জড়িত। মূলত এটি Basic Buddhism থেকে গ্রহণ করা হয়েছে। যার আভিধানিক অর্থ হচ্ছে কাজের ফল বা পরিণতি। বিস্তারিত ভাবে Karma এর মানে দাঁড়ায় নিজের কাজ বা কন আচরণের মাধ্যমে যে ফল বা পরিণতি আসে সেটাই কর্মফল। আর এই কর্মফলের জন্য ব্যক্তি নিজে দ্বায়ি এরসাথে অন্য কোন ঘটনা বা ব্যক্তি জড়িত না।
বৌদ্ধ ধর্মে Karma এর ১২টি আইন বা নিয়ম বর্নিত আছে। সেগুলো নিচে বর্ণিত করা হলো…
12 Rules of Karma
- The Great Law: যা কিছু আপনি এই পৃথিবীতে করবেন তা ঘুরে ফিরে আপনার কাছেই আসবে।
- The Law of Creation: জীবনের কোন কিছু নিজের থেকে হয়না, আমাদের নিজেদের সব কিছু তৈরি করে নিতে হয়।
- The Law of Humility: কোন কিছু চাওয়া বা আশা করা মানে তাঁর পরিবর্তন ঘটানো।
- The Law of Growth: যখন আমরা পরিবর্তন ঘটাবো তাঁর সাথে আমাদের জীবন পরিবর্তিত হবে এবং মানিয়ে নিবে।
- The Law of Responsibility: অবশ্যই আমাদের জীবনের ঘটে যাওয়া ঘটনার জন্য আমাদের নিজেদের দায়িত্ব নেওয়া শিখতে হবে। অন্য কাওকে দোষারপ করা বন্ধ করতে হবে।
- The Law of Connection: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একই সুতায় জুড়ে থাকে।
- The Law of Focus: একই সাথে আমরা কখনোই ২টি বিষয় নিয়ে চিন্তা করতে পারি না।
- The Law of Here and Now: কেও কোনদিন বর্তমানে সফলতা পাবে না যদি না সে অতীতের কথা ভাবা বন্ধ করে।
- The Law of Giving and Hospitality: আমাদের আচরণ অবশ্যই আমাদের ব্যবহার এবং চিন্তাধারার সাথে সামাঞ্জস্যপুর্ন হতে হবে।
- The law of Change: ইতিহাসের পুনরাবৃতি হতেই থাকবে যতক্ষণ না আপনি এখানে থেকে কোন শিক্ষা নিবেন এবং ভাল কিছু পরিবর্তন আনবেন।
- The Law of Patience and Reward: সব থেকে ভাল কাজের ফল আসে যেখানে ধইর্য্য ধারণ করে কিছু করা হয়।
- The Law of Significance and Inspiration: আপনার কাজের সাফল্য এবং ফলাফল কাজের প্রতি আপনার একাগ্রতা এবং কর্মক্ষমতার উপরেই নির্ভর করবে।
সুতরাং ভাগ্যকে দোষ না দিয়ে নিজে ভাল থাকুন, নিজেকে সম্মান করুন এবং নিজের ভাগ্যকে নিজের কর্ম দিয়ে পরিবর্তন করুন।