যা যা ঘটেছিলো আশুরা’র দিনে…

আশুরা একটি শোকাবহ দিন, কারণ এদিন মুহাম্মদ (সা:) এর দৌহিত্র হুসাইন ইবনে আলী নির্মমভাবে শহীদ হয়েছিলেন। ইসলামের ইতিহাস অনুসারে এই দিনটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেয়া যাক, কি কি ঘটেছিলো এই আশুরা -এর দিনে !

আশুরার দিনে যা যা ঘটেছিলো…

  • এই দিনটি একটি পবিত্র দিন কেননা ১০ মুহররম তারিখে আসমান ও যমিন সৃষ্টি করা হয়েছিল।
  • এই দিনে পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম (আ:) কে সৃষ্টি করা হয়েছিল।
  • এই দিনে আল্লাহ নবীদেরকে স্ব স্ব শত্রুর হাত থেকে আশ্রয় প্রদান করেছেন।
  • এই দিন নবী মুসা (আ:)-এর শত্রু ফেরাউনকে নীল নদে ডুবিয়ে দেয়া হয়। নূহ (আ:)-এর কিস্তি ঝড়ের কবল হতে রক্ষা পেয়েছিলো এবং তিনি জুডি পর্বতশৃংগে নোঙ্গর ফেলেছিলেন।
  • এই দিনে দাউদ (আ:)-এর তাওবা কবুল হয়েছিলো, নমরূদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহীম (আ:) উদ্ধার পেয়েছিলেন, আইয়ুব (আ:) দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত ও সুস্থতা লাভ করেছিলেন,
  • এদিনে আল্লাহ তা’আলা ঈসা (আ:)-কে ঊর্ধ্বাকাশে উঠিয়ে নিয়েছেন। হাদীসে বর্ণিত আছে যে এই তারিখেই কেয়ামত সংঘটিত হবে।

রেফারেন্স‍ঃ

  • Wikipedia
  • Ashura – The tenth day of Muḥarram
  • History of Islam

Leave a Reply